• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

দীঘিনালায় স্বেচ্ছাসেবকদের সম্মিলন অনুষ্ঠিত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

‘এসো বন্ধু, মানবতার সেবায় মিলিত হই’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় স্বেচ্ছাসেবক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, দীঘিনালা ব্লাড ফাইটার্স ও স্বপ্নশিখা ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (১২ মার্চ) দীঘিনালা হর্টিকালচার সেন্টারে এই সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে এই চার সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে।

সম্মিলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা সেলিম জাবেদ, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, জেলা রোভারের সম্পাদক প্রভাষক দুলাল হোসেন, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়ক সাংবাদিক পলাশ বড়ুয়া।

আয়োজিত স্বেচ্ছাসেবক সম্মিলনে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]