• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

মানিকছড়িতে ভিক্ষুক ও অসহায়দের মাঝে অনুদান বিতরণ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় এবং জাতীয় সমাজ কল্যাণের অর্থে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ৩জন ভিক্ষুক ও ২৪জন হত-দরিদ্র ব্যক্তির মাঝে এককালীন অনুদান হিসেবে গৃহপালিত পশু, ক্ষুদ্র ব্যবসায় মুদি মাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২ জন ভিক্ষুকের হাতে ৪টি ছাগল, ১জনের ক্ষুদ্র ব্যবসায় মুদি মালামাল এবং জাতীয় সমাজ কল্যাণ হতে উপজেলা সমাজ কল্যাণ কমিটিকে দেওয়া অর্থে ২৪ জন হত-দরিদ্র ব্যক্তির হাতে ৫০ হাজার টাকা  বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, সমবায় কর্মকর্তা মো. আইয়ুবুর রহমান, মডেল মসজিদ পেশ ইমাম মাও. মো. আহমদুল হক, সমাজ কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. আবদুল মান্নান পাটোয়ারী প্রমুখ।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]