• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

ভারত থেকে গাঁজা নিয়ে এসে পানছড়িতে আটক ২

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ১টি মাহেন্দ্রসহ ২ জনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) বেলা ৩টার দিকে পানছড়ি-লোগাং সড়কের সাঁওতাল পাড়া সংলগ্ন মেইন সড়ক থেকে খোকন চাকমা (২৬) ও সুফল চাকমা (১৯) কে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়। 

তারা উভয়েই রাঙ্গামাটি সদরের চ্যাগাইয়াছড়ি গ্রামের রজনী কুমার চাকমা ও রাঙ্গা চান চাকমা'র সন্তান। 

জানা যায়, ব্যবসায়িক উদ্দেশ্যে এসব গাঁজা ভারত সীমান্ত থেকে কিনে রাঙ্গামাটি শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো তারা।
 
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাদের আটক করি। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানের মামলা প্রক্রিয়াধীন আছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]