• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি চাল ভর্তি ট্রাক লেকে

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী সরকারি চাল ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মানিকছড়ি উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গোদারপাড় নামক স্থানের বঙ্গগোদার লেকে উল্টে যায়! রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৪টা দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রাক চালক মো. মোসারফ হোসেন জানান, চট্টগ্রাম থেকে রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলএসডি গোডাউনের উদ্দেশ্যে একসাথে ছেড়ে আসা তিনটি গাড়ি রওয়া হয়ে আসার পথে মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকায় আসলে ব্রেকের পাইপ ফেটে হওয়ার মিটার কমে যায়। হঠাৎ গাড়ির স্ট্রাটও বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে গাড়ির স্ট্রাটিং শক্ত হয়ে গেলে গাড়িটি এক সাইডে টানতে থাকলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লেকে পড়ে উল্টে যায়।

খাগড়াছড়ি জেলায় সরকারি খাদ্য গুদামের চাল পরিবহণ কাজে নিয়োজিত প্রতিনিধি মো. মুছা বলেন, চট্টগ্রাম দেওয়ানহাট সিএসডি গোডাউন থেকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলএসডি গোডাউনের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকটি (ফেনী-ট-১১-০২৭২) দুর্ঘটনার কবে পড়ে উল্টে যায়। গাড়িটিতে প্রায় ১৫টন সরকারি চাল ছিল। যার মধ্যে আনুমানিক ১টন চাল লেকের পানিতে পড়ে নষ্ট হয়। নষ্ট হওয়া চাল গুলোর ব্যাপারে সরকারি নিয়মানুযায়ী পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম জানান, দুর্ঘটনায় কবলিত এলাকার যানচলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্যরা কাজ করছে। সেই সাথে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]