• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

খাগড়াছড়ি পৌরসভা কতৃক নাগরিকদের মাঝে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ি জেলা শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পৌর নাগরিকদের মাঝে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করছে খাগড়াছড়ি পৌরসভা।

৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পৌর হলরুমে পৌর নাগরিকদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।

এসময় পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, বাংলাদেশ সরকার এডিবি, ওএফআইডি সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প ইউজিআইআইপি-III ১-এর আওতায় বর্জ্য পৃথকীকরণের লক্ষে গৃহস্থালী বর্জ্যের জন্য ২০ লিটার ডাস্টবিনগুলো বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে খাগড়াছড়ি সব এলাকাতে এইসব ডাস্টবিন বিতরণ করা হবে।

ডাস্টবিন বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর সচিব পারভিন খন্দকার, পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৭নং পৌর ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম, পৌর ওয়ার্ড কাউন্সিলর মনু মারমা, পৌর ওয়ার্ড কাউন্সিলর উক্রোয়ো মারমা প্রমুখ।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]