• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

রামগড়ে আনসার-ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

 

"শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা" এ মুলমত্রকে সামনে রেখে রামগড় উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে উপজেলা সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়।

২৩ জানুয়ারী সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উপজেলা আনসার ও ভিডিপি মহিলা সদস্যা চাইয়া চৌধুরীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপত্বিতে প্রধান অতিথি থেকে বক্তব্যে প্রদান করেন, খাগড়াছড়ি জেলার আনসার ও ভিডিপি’র ১৫ আনসার ব্যাটালিয়ন ও জেলা  কমান্ড্যান্ট (অ.দা.) এর উপ-পরিচালক জে.এম.ইমরান। 

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ স্বাধীন করার পেছনে বিশেষ ভূমিকা রেখেছে। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাধারণ আনসার, আনসার ব্যাটালিয়ন, ভিডিপি বাহিনী তিনটি নিয়ে গঠিত। তিনি আরও বলেন, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুুল কালাম, রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথি বৃন্দ আনসার ও ভিডিপি’র সদস্য- সদস্যাদের মাঝে যোগ্য নেতৃত্ব ও সাংগঠনিক কাজে সফলতার স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলেদেন। এসময় উপজেলার ২শত আনসার ও ভিডিপি সদস্য- সদস্যা সমাবেশে অংশগ্রহন করেন।
 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]