• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

রামগড়ের দুর্গম এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির রামগড়ে দুই শতাধিকের বেশি অসহায় ও দরিদ্র রোগীদের দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন।
 
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন বোদ্ধপাড়া সিআইও ক্যাম্প এর ব্যাবস্থাপনায় ১ নম্বর রামগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গম বোদ্ধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা সেবার আয়োজন করে।

ক্যাম্পের উদ্বোধন করেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান। মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন, ২৩ বিজিবি যামিনি পাড়া জোনের মেডিকেল অফিসার ডা: ক্যাপ্টেন মোঃ আশিকুর রাহমান।

উদ্বোধন শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে এই সেবা দেয়া হচ্ছে। এ ধরনের ক্যাম্প আরো করা হবে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]