• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

মহালছড়ি জোনে নবাগত জোন অধিনায়কের মতবিনিময় সভা

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনে নবাগত জোন অধিনায়কের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি এর সভাপতিত্বে মহালছড়ি জোন সদরে পরিচিতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিস্টা চাকমা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল প্রমূখসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় জোন অধিনায়ক সংক্ষিপ্ত ব্যক্তিগত পরিচিতিমূলক বক্তব্য শেষে সকলের সাথে কুশলা বিনিময় করেন।

সকলের সার্বিক সহযোগিতা ও মঙ্গল কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে জোনের আওতাধীন সকলের  সার্বিক কল্যান ও নিরাপত্তা নিশ্চিতকরনের বিষয়ে আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ মহালছড়ি জোনে শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে ।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]