• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩  

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।

পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাজারে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পাটমন্ত্রী বলেন, আমদানিনির্ভর চালের বস্তা ছাড়া দেশীয় চালের বস্তায় যেন প্লাস্টিকের ব্যবহার না হয় সে ক্ষেত্রে তৎপর হতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, দেশীয় চালের বস্তা যেন পাট দিয়ে করা হয়, সেটা নিশ্চিত করে এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]