খুললো শত-সহস্র স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ২৫ জুন ২০২২

ছবি- পদ্মা সেতু।
বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। উন্মোচিত হলো যোগাযোগের নতুন দিগন্ত। এ যেন বাঙালির স্বপ্ন ও সাহসের জয়। সেই সঙ্গে খুলে গেলো আরও শত সহস্র স্বপ্নের দুয়ার।
সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনসহ সবাই বলছেন, নিজেদের টাকায় তৈরি পদ্মা সেতু দেশের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে। অবসান হবে দীর্ঘদিনের যোগাযোগের ভোগান্তি। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। অবহেলিত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গড়ে উঠবে শিল্প-কারখানা। ঘুচবে বেকারত্বের অভিশাপ।
শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে টোলপ্লাজার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে টোল দিয়ে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করে মোনাজাতে অংশ নেন। এর মাধ্যমেই খুলে যায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের সড়ক পথের দ্বার।
দুইপাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী ও চাষিরা বলছেন, সেতুর ফলে আমরা অনেক লাভবান হবো। যাতায়াতের সুবিধায় সম্প্রসারিত হবে ব্যবসার পথ। ফলে সচল হবে অর্থনীতির চাকাও। সাধারণ মানুষ কৃষিপণ্য কম দামে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবে।
চাষিরা জানান, পদ্মাপাড়ে নানা ধরনের শাক-সবজি হয়। এসব সবজি ঢাকায় নিতে আগে লাগতো কয়েক ঘণ্টা। অথচ এখন কম সময়ে ঢাকায় নেওয়া যাবে।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার ব্যবসায়ী আবদুল মালেক মাতবর বলেন, এই সেতুর কারণে আমাদের ব্যবসা বাড়বে। সহজে নানা জায়গায় মালামাল নিয়ে যেতে পারবো। এরই মধ্যে আমাদের অঞ্চলে প্রতিদিন নানা জায়গা থেকে মানুষ আসছে। এতে লাভবান হচ্ছে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। এটা এখন এক ধরনের পর্যটন এলাকা হয়ে গেছে। সামনে আরও বাড়বে।
মাদারীপুরের শিবচরের সাহেব বাজারের ব্যবসায়ী মো. বাহাদুর জাগো নিউজকে বলেন, আমার দুটি দোকান রয়েছে। একটি পানের। আমাকে পান কিনতে বরিশাল যেতে হয়। সেতু চালু হলে ঢাকা থেকে কিনতে পারবো। আগে তিন-চার ঘণ্টা সময় লাগতো ঢাকা যেতে। এখন দেড় ঘণ্টায় পৌঁছাতে পারবো। মালপত্র নিয়ে একদিনে দু-তিনবার ঢাকা থেকে আসা-যাওয়া করা যাবে। আমার আরেকটা দোকান আছে পার্টসের। সেতু চালু হলে দ্রুত সময়ে ঢাকা থেকে পার্টস আনা যাবে।
বিকে নগরের সবজি চাষি হাফিজুর ব্যাপারী বলেন, আমাদের এখানকার পাটশাকের কদর ঢাকায় অনেক বেশি। এছাড়া এ অঞ্চলে পেঁয়াজ, করলা, শসা, ধুন্দল ও লাউ ভালো হয়। ফেরি পারাপারের কারণে ঢাকায় যেতে আমাদের চার থেকে সাড়ে চার ঘণ্টা সময় লাগে। ঝামেলা তো আছেই। তবে এবার সেতু দিয়ে কম সময়ে সবজি ঢাকার শ্যামবাজার ও কারওয়ান বাজারে নিয়ে যেতে পারবো।
শুধু পদ্মারপাড় নয়, শরীয়তপুরের নড়িয়া উপজেলায়ও প্রভাব পড়েছে এর। নড়িয়া পৌরসভার শুভগ্রাম, বাড়ইপাড়া, বিসমিল্লাহনগর, বৈশাখীপাড়া, ঢালিপাড়া ও বাঁশতলায় এক কড়া জমি ১৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে। এখানে নানা ধরনের ফাস্টফুডের দোকান তৈরি হয়েছে। তৈরি হয়েছে ছোট ছোট বিপণি-বিতান।
ফরিদপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হলো। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যে চ্যালেঞ্জ ছিল, সেটার বিজয় হয়েছে। আমরা উৎসব করছি এই বিজয়ের। এই সেতু বাংলাদেশের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে এক প্রাণবন্ত গতি সঞ্চার করবে।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে জাগো নিউজকে বলেন, পদ্মা সেতু হওয়ায় অর্থনৈতিকভাবে গতিশীল হবে মাদারীপুর। এছাড়া সদর, শিবচর উপজেলা ও পার্শ্ববর্তী জেলা শরীয়তপুরে শিল্পায়ন হবে। পদ্মা সেতু ঘিরে এই এলাকায় হবে জাতীয় ও আন্তর্জাতিক অবকাঠামো। এতে মাদারীপুরে আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
অর্থনীতিবিদরা বলছেন, পদ্মা সেতুর কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে প্রায় ২ শতাংশের কাছাকাছি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা সেতুর ফলে আমাদের বিনিয়োগ, বিতরণ ও বিপণনগুলোতে যে সাশ্রয় হবে, সেটা অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এরই মধ্যে পদ্মার করিডোরের পাশ দিয়ে বিনিয়োগের বিভিন্ন ধরনের সাইনবোর্ড দেখা যাচ্ছে। এসব বিনিয়োগে যে কর্মসংস্থান হবে, সেগুলো আমাদের অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, পদ্মা সেতু আমাদের অগ্রযাত্রার ঐতিহাসিক মাইলফলক। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সেতু অবদান রাখবে অনেক।
অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের পণ্য আমদানি সহজ হয়ে গেলো। এতে করে প্রবৃদ্ধি ১ থেকে সর্বোচ্চ ২ শতাংশ বাড়বে।
তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, পদ্মা সেতুর কারণে ক্রেতা ও ব্যবসায়ী উভয় লাভবান হবে। এই সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচামাল আমদানি আরও সহজ, সুলভ ও দ্রুত হবে। এতে সহজ হবে আমদানি-রপ্তানি। বিভিন্ন বন্দর এলাকায় পোশাকসহ আরও অনেক শিল্পপ্রতিষ্ঠান হবে।
অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত বলেন, আমি ব্যাংকগুলোতে দেখছি, গত দুই বছরে শিল্প-কারখানার যত প্রস্তাব এসেছে তার অধিকাংশই পদ্মার ওপাড়ের অঞ্চলের মানুষ থেকে এসেছে। এর অধিকাংশই কৃষিভিত্তিক শিল্প। এর মানে মানুষ অলরেডি ওইসব অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে চিন্তা-ভাবনা করেছে।
তিনি আরও জানান, ২০২৭ সালে জিডিপিতে ৯ দশমিক ৫২ শতাংশ অবদান রাখবে এই পদ্মা সেতু। ওই সময় দেশের জিডিপির আকার হবে ৬৩ লাখ কোটি টাকা। এর মধ্যে ৬ লাখ কোটি টাকা হবে দক্ষিণাঞ্চলের কারণে।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
- শোক দিবসে গুইমারায় বিজিবির চিকিৎসা সেবা ও খাদ্যসামগ্রী বিতরণ
- গুইমারায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন
- গুইমারায় জাতীয় সমাজ কল্যায়ন পরিষদের আর্থিক অনুদান বিতরণ
- জাতীয় শোক দিবস উপলক্ষে মাটিরাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত
- জাতীয় শোক দিবসে ৪০ বিজিবির খাদ্য সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা
- মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক শোক দিবস পালন
- জাতীয় শোক দিবস পালন করেছে খাগড়াছড়ি রিজিয়ন
- জনবিচ্ছিন্ন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ
- সাজেকে বিজিবির চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ
- রামগড়ে বিজিবির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত
- মানিকছড়িতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোক দিবস পালিত
- জাতীয় শোক দিবসে ৪৩ বিজিবির চিকিৎসা সেবা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা
- জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৪৩ বিজিবির মানবিক সহায়তা প্রদান
- চেতনার মৃত্যু নেই
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- কীভাবে হয়েছিল প্রতিবাদ?
- কাঁথায় মুড়িয়ে খাতাগুলো নেন শেখ হাসিনা
- বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্নের মৃত্যু ঘটাতে পারেনি
- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আত্মনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
- আজকের দিনটি শোকের
- কেন খোলনলচে বদলে ফেলেছিল গণমাধ্যম?
- বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে উন্নয়নযাত্রাকে নস্যাৎ করে ঘাতকেরা
- বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার যেভাবে নিহত হয়েছিলেন
- ‘আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন’
- জাতীয় শোক দিবস আজ
- অভাবের তাড়নায় সন্তান বিক্রি: সু-রক্ষার দায়িত্ব নিলো জেলা প্রশাসন
- খাগড়াছড়িতে গেইট পড়ে শিক্ষার্থীর মৃত্যু, তদন্তে এলজিইডির কমিটি
- আমার বাবা-মা-ভাইয়েরা কী অপরাধটা করেছিল?
- কিছু মানুষ খামোখা জিনিসপত্রের দাম বাড়ায়: প্রধানমন্ত্রী
- বিরোধীরা আন্দোলন করুক, যেন গ্রেফতার করা না হয়: প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
- রাঙামাটিতে জেএসএস (সন্তু) সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত
- ইতিহাসে হিরাচর, শ্রাবটতলী, খাগড়াছড়ি ও পাবলাখালীর গনহত্যা
- আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলি, একজন নিহত
- মাটিরাঙ্গায় দুই ভারতীয় নাগরিক আটক
- পাহাড়ে থামছেই না রক্তপাত
- খাগড়াছড়ির দূর্গম পাহাড়ি স্কুলে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী বিতরণ
- রামগড় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকরা নাকাপা উচ্চ বিদ্যালয়ের
- খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ চাঁদাবাজ আটক
- গুইমারাতে শান্তি পরিবহন ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- আদিবাসী দাবি করে কি বলতে চাইছে তারা?
- পাহাড়ে আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর পাচ্ছে ৯৯৮ পরিবার
- পরিত্যক্ত মদ কারখানায় মিলল নিখোঁজ নারীর অর্ধগলিত লাশ
- শ্রমিক ইউনিয়নের নির্বাচন: খাগড়াছড়ি বাস টার্মিলাল এলাকা রণক্ষেত্র
- টকশো-তে আদিবাসী শব্দ ব্যবহার না করতে প্রজ্ঞাপন
- কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসী দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময়
- রামগড়ে ৪৩ বিজিবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সন্তু লারমার বিরুদ্ধে ভ্রাতৃঘাতি রাজনীতির অভিযোগ
- আমরা আদিবাসী নই, আমরা বার্মা থেকে এসেছি: বোমাং রাজা অং শৈ
- আদিবাসী দাবির পেছনে রাষ্ট্রীয় অখন্ডতার প্রশ্ন!