রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪
ছবি- সংগৃহীত।
দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের ভিসা সমস্যা সমাধান করতে ইতালির আগ্রহের কথা জানিয়েছেন ওই দেশের রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়, অনিয়মিত অভিবাসন রোধে এবং বাংলাদেশ থেকে ইতালিতে আইনিভাবে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে প্রচারণা কাজে সহযোগিতা করার বিষয়ে ইতালির ইচ্ছার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত।
ইতালির রাষ্ট্রদূত জানান, উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক ভিসার আবেদন এখন দূতাবাসে মুলতবি রয়েছে। এর কারণ মূলত সংগঠিত অপরাধী নেটওয়ার্কের অবৈধ হস্তক্ষেপ, কাজের ভিসা ব্যবস্থায় ক্রমাগত হস্তক্ষেপ করার চেষ্টা এবং জাল নথি জমা দেওয়া। তিনি আরও জানান যে ইতালি সরকার মানবপাচার এবং অভিবাসী-চোরাচালানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
পররাষ্ট্র সচিব ইউরোপে দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ প্রবাসীদের স্থান দেওয়ার জন্য ইতালির প্রশংসা করেন এবং উভয় দেশের অর্থনীতিতে তাদের বিশাল অবদানের কথা স্বীকার করেন। তিনি বিশেষ করে ইতালির রাষ্ট্রদূতকে উদ্ভাবনী উপায়সহ জমে থাকা শ্রমিক ভিসার আবেদন দ্রুত সময়ের মধ্যে সমাধান করার অনুরোধ জানান এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়