রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪
ছবি- সংগৃহীত।
কক্সবাজারে দুই দিন ধরে হচ্ছে ভারি বৃষ্টিপাত। এ কারণে কক্সবাজার শহর ছাড়া বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এর আগে, এত বৃষ্টিপাত রেকর্ড হয়নি।’
এদিকে, বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, ‘বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করায় দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’
প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার সদর ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ছয় জনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়