• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে বদলে গেছে আশ্রয়হীনদের জীবন

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

এতোদিন যাদের ঠিকানা ছিল গাছের তলায়, কোনো অফিসের বারান্দায় বা সড়কের পাশে। এখন তারা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে বেশ খুশি মাদারীপুরের শিবচর আশ্রয়ণ-২ প্রকল্পবাসী।

এছাড়া ঘরের পাশাপাশি মাছ চাষের জন্য খাল ও সবজির চাষে জন্য জমি পেয়ে জীবনই বদলে গেছে তাদের।  

বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে শিবচর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে লপ্ত সরকারেরচর গুচ্ছগ্রামে ১১৩টি, নিলখী ইউনিয়নে নিলখী গুচ্ছগ্রামে ৫৫, কুতুবপুর ইউনিয়নে বড় কেশবপুর গুচ্ছগ্রামে ৪০, সন্ন্যাসীরচর ইউনিয়নে মহব্বতপুর গুচ্ছগ্রামে ৩৯, মাদবরেরচর ইউনিয়নে শিকদারকান্দি গুচ্ছগ্রামে ১৯ ও জেলা প্রশাসক কর্তৃক তিন মোট ২৬৯ গৃহ নির্মাণ করা হয়। দ্বিতীয় পর্যায়  মোট ৩৪৯ গৃহ নির্মাণ করে হত দরিদ্র ভূমিহীন পরিবারগুলোকে দেওয়া হয়েছে। এতোদিন যা ছিল শুধু স্বপ্ন, এখন তা বাস্তবে রূপ নিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের তালিকা সহকারী কমিশনার (ভূমি) অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। এরপর তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত ভূমিহীনদের তালিকা চূড়ান্ত করা হয়। দুই শতাংশ ভূমিতে সেমিপাকা ঘরে দুটি শোবার ঘর, বারান্দা, রান্নাঘর ও একটি বাথরুম সংবলিত ঘর বরাদ্দ পায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো।

আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া শ্যামল দাস, পারভীন, শাহেনাসহ অনেকেই বলেন, আমরা ভীষণ খুশি। শেখ হাসিনা মাথাগোঁজার ঠাঁই দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি।  

প্রকল্পের অন্যান্য উপকারভোগী বলেন, তারা এখন অনেক ভালো আছেন। কারণ, এখানে শুধু তারা বাড়ি উপহার পাননি। পেয়েছেন মাছ চাষ করার জন্য খাল, সবজি চাষ করার জন্য জমি। এছাড়া বাড়িতে বিদ্যুৎ, বিশুদ্ধ খাবার পানি, পাকা টয়লেট, যা তাদের স্বপ্ন ছিল, আজ প্রধানমন্ত্রী তাদের স্বপ্ন বাস্তবায়ন করেছেন।

আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত সুবিধাভোগীদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আমাদের এমন একটি ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন, যার কারণে আমরা কৃতজ্ঞ। এ প্রকল্প পৃথিবীতে একটি রোল মডেল। কারণ এভাবে কোনো দেশে আশ্রয়হীনদের জন্য সরকারিভাবে নিরাপদ ছাদ তৈরি করা হয়নি।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]