উপজাতি যুবকের তথ্যে সাতছড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১

ছবি- নিজস্ব প্রতিবেদক।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার এক উপজাতি যুবকের দেয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় ১৫টি মর্টার শেল, ২৫টি বুস্টার ও ৫১০ রাউন্ড অটো মেশিনগানের গুলি উদ্ধার করা হয়।
গত সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাট থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি আসাদুজ্জামান।
তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর (রোববার) রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে আপেল ত্রিপুরা অমিত (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট। আটককৃত যুবক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা বিশু ত্রিপুরার ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সাতছড়ির গহীন অরণ্যে গোলাবারুদ থাকার তথ্য দেন। এরপর তাকে নিয়ে সোমবার ভোরে সাতছড়িতে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিট। তার দেখানো পৃথক দুটি জায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আরও বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি কেন, কী উদ্দেশ্যে, কোথা থেকে এসব গোলাবারুদ এনে মজুত করেছেন।
তিনি বলেন, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ভোর ৪টার দিকে আটক অমিতকে নিয়ে সাতছড়ি আসে। টিকিট কাউন্টারের গেট থেকে প্রায় এক ঘণ্টা হাঁটার পর তিনি একটি পাহাড়ের টিলার নিচে অস্ত্র আছে বলে জানান। সেখানে আমাদের সদস্যরা মাটি খুঁড়ে দুটি বাক্স উদ্ধার করে। অমিতের দেখানো আরও দুটি জায়গায় মাটি খুঁড়ে আরও চারটি বাক্স পাওয়া যায়। পরে আরেকটি টিলার ওপর মাটি খুঁড়ে একটি বড় ড্রামে ভর্তি ১৫টি মর্টার শেল পাওয়া যায়। এছাড়া চারটি বক্সে ৫১০ রাউন্ড গুলি পাওয়া যায়। এগুলো অটোমেটিক মেশিনাগানের গুলি। উদ্ধারকৃত গোলাবারুদ সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না। এগুলো সাধারণত সেনাবাহিনী ব্যবহার করে থাকে।
আসাদুজ্জামান বলেন, আটক অমিতকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তার দখলে বা তার নলেজে আর কোনো গোলাবারুদ আছে কি না, তা আমরা জানার চেষ্টা করছি।
সংবাদ সম্মেলন কালে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা ছাড়াও হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ ও পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম উপস্থিত ছিলেন।
এদিকে, এ ঘটনায় আপেল ত্রিপুরার সংশ্লিষ্টতা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে তার নিজ জেলা জুড়ে। উদ্ধারকৃত এসব মর্টার শেল, বুস্টার ও অটো মেশিনগানের গুলিগুলো কার হতে পারে? এ নিয়ে চলছে নানা বিশ্লেষন। কেউ কেউ মনে করছেন, এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর সংশ্লিষ্টতা আছে কি-না তা খতিয়ে দেখা দরকার, আর যদি তাদের সংশ্লিষ্টতা থাকে, তবে এটি পাহাড়ের নিরাপত্তার জন্য অশনি একটি সংকেত বলে মনে করছেন পাহাড়ের সচেতন মহল।
উল্লেখ্য, সাতছড়ি বনে এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটোরাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র্যাব।
এর পর আবারও ওই বছরের ১৬ অক্টোবর থেকে চতুর্থ দফার প্রথম পর্যায়ে উদ্যানের গহীন অরণ্যে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চক্ষমতাসম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়।
পরে একই বছরের ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির আট হাজার ৩৬০ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
পঞ্চম দফায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
- শোক দিবসে গুইমারায় বিজিবির চিকিৎসা সেবা ও খাদ্যসামগ্রী বিতরণ
- গুইমারায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন
- গুইমারায় জাতীয় সমাজ কল্যায়ন পরিষদের আর্থিক অনুদান বিতরণ
- জাতীয় শোক দিবস উপলক্ষে মাটিরাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত
- জাতীয় শোক দিবসে ৪০ বিজিবির খাদ্য সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা
- মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক শোক দিবস পালন
- জাতীয় শোক দিবস পালন করেছে খাগড়াছড়ি রিজিয়ন
- জনবিচ্ছিন্ন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ
- সাজেকে বিজিবির চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ
- রামগড়ে বিজিবির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত
- মানিকছড়িতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোক দিবস পালিত
- জাতীয় শোক দিবসে ৪৩ বিজিবির চিকিৎসা সেবা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা
- জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৪৩ বিজিবির মানবিক সহায়তা প্রদান
- চেতনার মৃত্যু নেই
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- কীভাবে হয়েছিল প্রতিবাদ?
- কাঁথায় মুড়িয়ে খাতাগুলো নেন শেখ হাসিনা
- বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্নের মৃত্যু ঘটাতে পারেনি
- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আত্মনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
- আজকের দিনটি শোকের
- কেন খোলনলচে বদলে ফেলেছিল গণমাধ্যম?
- বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে উন্নয়নযাত্রাকে নস্যাৎ করে ঘাতকেরা
- বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার যেভাবে নিহত হয়েছিলেন
- ‘আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন’
- জাতীয় শোক দিবস আজ
- অভাবের তাড়নায় সন্তান বিক্রি: সু-রক্ষার দায়িত্ব নিলো জেলা প্রশাসন
- খাগড়াছড়িতে গেইট পড়ে শিক্ষার্থীর মৃত্যু, তদন্তে এলজিইডির কমিটি
- আমার বাবা-মা-ভাইয়েরা কী অপরাধটা করেছিল?
- কিছু মানুষ খামোখা জিনিসপত্রের দাম বাড়ায়: প্রধানমন্ত্রী
- বিরোধীরা আন্দোলন করুক, যেন গ্রেফতার করা না হয়: প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
- রাঙামাটিতে জেএসএস (সন্তু) সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত
- ইতিহাসে হিরাচর, শ্রাবটতলী, খাগড়াছড়ি ও পাবলাখালীর গনহত্যা
- আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলি, একজন নিহত
- মাটিরাঙ্গায় দুই ভারতীয় নাগরিক আটক
- পাহাড়ে থামছেই না রক্তপাত
- খাগড়াছড়ির দূর্গম পাহাড়ি স্কুলে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী বিতরণ
- রামগড় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকরা নাকাপা উচ্চ বিদ্যালয়ের
- খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ চাঁদাবাজ আটক
- গুইমারাতে শান্তি পরিবহন ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- আদিবাসী দাবি করে কি বলতে চাইছে তারা?
- পাহাড়ে আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর পাচ্ছে ৯৯৮ পরিবার
- পরিত্যক্ত মদ কারখানায় মিলল নিখোঁজ নারীর অর্ধগলিত লাশ
- শ্রমিক ইউনিয়নের নির্বাচন: খাগড়াছড়ি বাস টার্মিলাল এলাকা রণক্ষেত্র
- টকশো-তে আদিবাসী শব্দ ব্যবহার না করতে প্রজ্ঞাপন
- কাপ্তাইয়ে সশস্ত্র সন্ত্রাসী দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময়
- রামগড়ে ৪৩ বিজিবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সন্তু লারমার বিরুদ্ধে ভ্রাতৃঘাতি রাজনীতির অভিযোগ
- আমরা আদিবাসী নই, আমরা বার্মা থেকে এসেছি: বোমাং রাজা অং শৈ
- আদিবাসী দাবির পেছনে রাষ্ট্রীয় অখন্ডতার প্রশ্ন!