রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪
ছবি: দৈনিক খাগড়াছড়ি।
খাগড়াছড়ির গুইমারায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঢাকাগামী বাসে তল্লাশী চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মো. রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। রফিকুল ইসলাম খাগড়াছড়ির দীঘিনালার বাছা মেরুং পশ্চিম পাড়ার মৃত ওমর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার উপ পরিদর্শক মো. আমিনুল ইসলাম ভূঞার নেতৃত্বে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালানো হয়। এ সময় আটককৃত রফিকুল ইসলামের হেফাজতে থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ আমিন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গুইমারা থানার কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়