রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪
ছবি: দৈনিক খাগড়াছড়ি।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম কচুছড়িমুখ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে ৩ বিজিবি লোগাং জোন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) কচুছড়িমুখ এলাকার অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক পরিবারের আবাল, বৃদ্ধ, বনিতারা চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।
লোগাং জোনের (৩ বিজিবি) মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাঈমুল মুশফিক নাইম চিকিৎসা সেবা প্রদান করেন।
৩ বিজিবি অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূূঁইয়া উপস্থিত থেকে সকলের সাথে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে লোগাং জোনের (৩ বিজিবি) এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়