রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪
ছবি: দৈনিক খাগড়াছড়ি।
আখখেতে চাঁদাবাজি করতে এসে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অস্ত্রসহ এক চাঁদাবাজ জনতা কর্তৃক আটক হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই অস্ত্রধারী ও ইউপিডিএফ পরিচয়কারীকে থানায় নিয়েছে।
পুলিশ সূত্র জানায়, ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে পূর্ব মহামুনি পাড়া এলাকায় জনৈক কৃষক আখখেত পরিচর্চা করার সময় ইউপিডিএফ মুল দলের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক আতুশি মারমা (২৩) সহ ০৩ জন আখখেতে এসে অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি করেন! এসময় কৃষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা অস্ত্র বের করে প্রাণনাশের হুমকি দেয়!
এ সময় ওই কৃষক অস্ত্রধারী আতুশি মারমাকে অস্ত্রসহ জড়িয়ে ধরলে অন্য দুইজন পালিয়ে যায়। পরে কৃষকের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে অবহিত করলে পুলিশ এসে অস্ত্রধারী আতুশি মারমাকে ১টি দেশীয় এলজি, ২টি মোবাইল, চাঁদা আদায়ের রশিদ, নোটবুক, সংগঠনের বই, মানি ব্যাগ ও আইডি কার্ডসহ থানায় নিয়ে যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী কর্তৃক একটি দেশীয় এলজি, চাঁদাবাজির রশিদ বইসহ আটক করা চাঁদাবাজ আতুশি মারমার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়