রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪
ছবি: দৈনিক খাগড়াছড়ি।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য ইউনিসেফ থেকে পাওয়া হাইজিন কিট এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীছড়ি সদর হাসপাতালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান চৌধুরী’র নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা।
এসময় ৩০ বক্স হাইজিন কিট এবং এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, হাসপাতালের বিভিন্ন ডাক্তার, নার্সসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিকবৃন্দ।
এর আগে বন্যা চলাকালীন সময়ে উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিভিন্ন এলাকায় তিন হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণসহ এই পর্যন্ত মোট নয় হাজার পিস ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ১৪ হাজার পিস ট্যাবলেট মজুদ আছে বলেও জানান উপ-সহকারী প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়