• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

রামগড়ে অবৈধ ভাবে পাচারকালে সেগুন কাঠ জব্দ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ ভাবে বনজ সম্পদ কাঠ পাচারকালে জব্দ করেছে রামগড় ব্যাটালিয়নে (৪৩ বিজিবি) সদস্যরা। 

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা তৈছালা পাড়াস্থ রামগড় ব্যাটালিয়নের জিপি গেইট থেকে এসব কাঠ জব্দ করা হয়। 

জানা যায়, বিকেল ৪টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এ কর্মরত হালিদার মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক ব্যাটালিয়ন সদরের ০১নং জিপি গেইট হতে মালিকবিহীন ৭৪.৯৪ ঘনফুট সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয়। 

বিজিবি জানায়, জব্দকৃত সেগুন কাঠ বনবিটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]