• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টার সময় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে  "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  
রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন , মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে মূল কনসেপ্ট পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন। 

সভায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা, উক্ত কার্যক্রম বাস্তবায়নে সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ধর্মীয়নেতৃবৃন্দ, হেডম্যান-পাড়া কার্বারীবৃন্দ  এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]