• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

কৃষক লীগের সহায়তায় পানছড়িতে কৃষকদের ঘরে উঠল পাকা ধান

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে মাঠে গিয়ে ধান কেটে দেয়ার মহৎ কাজে ব্যস্ত রয়েছে বাংলাদেশ কৃষকলীগ।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮’টা থেকে পানছড়ি উপজেলা কৃষক লীগের উদ্যেগে কৃষক ইদ্রিস আলীর পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়।

এ সময় উপজেলা কৃষক লীগ সভাপতি শাহজাহান কবির সাজুর দিক নির্দেশনায় এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন, সহ-সভাপতি মো. আবুল হোসেন, সাধারন সম্পাদক ইমাম হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক ক্যপ্রুচাই মারমা, অর্থ সম্পাদক মোস্তফা কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক আকতার হোসেন, আইন বিষয়ক সম্পাদক ছোট্টু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক শরীফ মাহমুদ ছোটন ও সহ দপ্তর সম্পাদক ফুজলুল হক।

উপজেলার উত্তর শান্তিপুর এলাকায় অবস্থিত ধানের মাঠটিতে যেতে হয় একটি ছড়া পার হয়ে। তাই ধান কাটা ও ঘরে তোলায় কৃষকের অর্থনৈতিক সমস্যার পাশাপাশি বেশ কষ্টকর হয়ে পড়ে। এই খবরে সহায়তার হাত বাড়ায় বাংলাদেশ কৃষক লীগ পানছড়ি উপজেলা শাখা।

কৃষক ইদ্রিস আলী এই সেবা পেয়ে ভীষন খুশি। তিনি বার বার কৃতজ্ঞতার কথা জানান।

এদিকে কৃষক লীগ মাঠে ধান কাটছে এই খবর পেয়ে সরেজমিনে ছুটে আসনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন ও উল্টাছড়ি ইউপির ১নং ওয়ার্ডের সদস্য মো. রিপন মিয়া। কৃষক লীগের এই মহান উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে নিজেরাও ধানকাটায় অংশ নেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]