• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

‘স্বচ্ছতা, জবাবদিহিতা -উন্মুক্ত বাজেট উন্নয়নের সফলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সদর ইউনিয়র পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫মে) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা এবং সভায় সভা সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব শিপংকর খীসা।

খাগড়াছড়ি সদর  ইউনিয়ন পরিষদে এবারের (২০২৩-২৪) অর্থ বছরের বাজেটে সর্বমোট রাজস্ব আয় ধরা হয়েছে ১১লক্ষ ১০হাজার টাকা ও সর্বমোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১০লক্ষ ১৩হাজার ৭’শ ১০টাকা ধরা হয়েছে এবং মোট রাজস্ব উদৃত্ত্ব(অবশিষ্ট)  ধরা হয়েছে ৯৬হাজার ২’শ ৯০টাকা।

উন্নয়ন খাতে (২০২৩-২০২৪)অর্থ বছরের বাজেটে আয় অনুদান ধরা হয়েছে ৪১লক্ষ ৪৫হাজার ৪’শ ৬৯টাকা, ব্যয় ধরা হয়েছে ৩৯লক্ষ ৯০হাজার টাকা।রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ৫২লক্ষ ৫৫হাজার ৪’শ ৬৯টাকা ও ব্যয় ধরা হয়েছে ৪৮লক্ষ ৩৭হাজার ৭’শ ১০টাকা। এ রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট উদৃত্ত্ব( অবশিষ্ট) ধরা হয়েছে ৪লক্ষ ৫১হাজার ৭’শ ৫৯টাকা।

এ সময় উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

খাগড়াছড়ি সদর ইউনিয়নের মহিলা সদস্য গৌরী মালা ত্রিপুরা, মহিলা সদস্য চন্দনা ত্রিপুরা, মহিলা সদস্য সাইন্দা অং মারমা,সদস্য রহিময় চাকমা,সদস্য বিনয় শংকর চাকমা,সদস্য বিজয় ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সদর উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজাসহ অত্র ইউনিয়নের অন্যান্য সদস্য ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]