• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক সভা অনিুষ্ঠিত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)এর আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় পানির উৎসসমূহ চিহ্নিত ও পুনরুজ্জীবিতকরণের মাধ্যমে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা এবং সমীক্ষা প্রতিবেদন বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের গবেষণা সহযোগী মো: আজিজুর রহমান লেলিনের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। 

 সভায় অন্যান্যদের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের গবেষণা সহযোগী কর্মকর্তা মো: শহিদুর রহমান, এবিএম মোস্তাইন বিল্লাহ, বড়নাল  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইলিয়াছ প্রমুখ বক্তব্য দেন। 

এসময় বক্তারা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পানির অন্যতম উৎস ঝর্ণা, ঝিরি ও ছড়া। বর্তমানে এইসব উৎস মানব হস্তক্ষেপ এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ-দুর্বিপাক ও জলবায়ু পরিবর্তনের ফলে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। ফলে এই অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে ভূগছেন। এজন্য অতিদ্রুত পানির উৎসসমূহকে চিহ্নিত ও পুনরুজ্জীবিত করে আগের ন্যায় পার্বত্যাঞ্চলে বিশুদ্ধ পানির নিশ্চিত করতে হবে’। পানি সংকট নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন সংশ্লিষ্ট বক্তারা।

এসময়, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত উল্লাহ, সাংবাদিক,  টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মকর্তা ও পাড়াকর্মীরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]