• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আওয়ামী লীগ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে গতকাল বুধবার মধ্যরাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৪ দোকানির পাশে দাঁড়িয়েছে উপজেলা আওয়ামী লীগ।

দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন হোটেল একতা ইনের সামনে আজ বৃহস্পতিবার (১৮মে) বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৪ দোকানিকে এক বান্ডেল করে ঢেউটিন দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।
তিনি বলেন, ‘দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ ইতোপূর্বেও দুর্যোগে, সংকটে ও নানা সংকটকালীন মুহূর্তে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের এমন সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নিউটন মহাজন, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ফরাজি, মোহাম্মদ শফিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ান, উপজেলা যুবলীগের সাংগঠিক সম্পাদক নয়ন দাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫৪ দোকানিকে ৭ হাজার টাকা করে মোট ৩ লাখ ৭১ হাজার টাকা দেয়া হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]