• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

মানিকছড়িতে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।

খাগড়াছড়ির মানিকছড়িতে বালুবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে আইয়ুব আলী (৩৯) নামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

নিহত আইয়ুব আলী উপজেলার বড়বিল এলাকার মৃত আব্দুল ছাদেকের বড় ছেলে। সংসারে তার স্ত্রী, দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১ টায় মানিকছড়ি-বড়বিল আন্তঃ সড়কে পাঞ্জারামপাড়া পুরামসজিদ সংলগ্ন মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বালুবাহী দুটি ট্রাক্টর বড়বিল থেকে মানিকছড়ি সদরের দিকে আসছিল এবং মোটরসাইকেল আরোহী আইয়ুব আলী বড়বিলের দিকে যাওয়ার পথে সামনে থাকা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা আইয়ুব আলীকে উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

মোটরসাইকেল চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) আনচারুল করিম বলেন, নিহতের সুরতহালের কাজ চলছে এবং দুর্ঘটনায়কবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর দুইটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত পরবর্তী কার্যক্রম চলছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]