• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

ধান কেটে কৃষকের ঘরে পৌছে দিল মহালছড়ি ছাত্রলীগ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৬ মে ২০২৩  

ধান কেটে ঘরে তুলতে সাহায্য করছে উপজেলা ছাত্রলীগ

ধান কেটে ঘরে তুলতে সাহায্য করছে উপজেলা ছাত্রলীগ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষণাক্রমে উপজেলা ছাত্রলীগ সভাপতি রনজিৎ দাশ'র নেতৃত্বে আজ শুক্রবার (৫ মে) সারাদেশের ন্যায় কৃষকের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করছে উপজেলা ছাত্রলীগ।

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফজর আলি ও ৯নং ওয়ার্ডের বাসিন্দা দরিদ্র বর্গাকৃষক প্রেমকুমার ত্রিপুরা'র ধান কেটে দেয় মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগ।

মহালছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি রনজিৎ দাশ বলেন, এসময়ে দেশে গরম পড়ছে, তাই আকস্মিক ঝড় বা বন্যায় যেন কৃষকের সোনার ফসল ধান নষ্ট না হয় তাই এমন প্রচেষ্টা।

দরিদ্র বর্গাকৃষক ধানকাটার মতো এমন সহায়তা পেয়ে মহালছড়ি উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]