• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

সেনা অভিযানে পানছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক এক

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩  

অস্ত্র ও গুলিসহ আটক ইউপিডিএফ সদস্য

অস্ত্র ও গুলিসহ আটক ইউপিডিএফ সদস্য

সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়ির পানছড়িতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) ভোর ৪টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আলীচান কারবারীপাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে নয়ন্ত চাকমাকে(২৫) একটি ৭.৬২ এমএম বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা এ্যামোনিশনসহ হাতেনাতে আটক করা হয়। 

সে পানছড়ি উপজেলায় আলীচাঁন কারবারীপাড়ার গোপন নবদ্বীপ চাকমার ছেলে। আটক সন্ত্রাসী ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বলে জানা গেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়,পানছড়ি সাব জোনের জোনের ক্যাপ্টেন মো. সিয়াম-এ-নূরের নেতৃত্বে একটি বি টাইপ টহল অভিযান পরিচালনা করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ জানান, আটককৃত সন্ত্রাসীকে পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]