• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

শোভাযাত্রার মাধ্যমে মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই অনুষ্ঠিত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

 

পাহাড়ে বসবাসরত মারমা সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব মাহা সাংগ্রাইকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির গুইমারায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩এপ্রিল) বিকেলে গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের রামসু বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল পারভেজ মোস্তফা, রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর মেহেদী হাসান ও মেজর মোঃ আসাদুজ্জামান খন্দকার, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী,জনপ্রতিনিধি গন্যমান্য ব্যক্তি, হেডম্যান, কার্বারী,  সাংবাদিকবৃন্দ।

এসময় সবাইকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বৈসাবি ও বৈসাখী’র শুভেচ্ছা জানান রিজিয়ন কমান্ডার। বাংলাদেশ সেনাবাহিনী সকল ভালো কাজের অংশ হিসেবে পাহাড়বাসীর পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবেজানিয়ে সকল মানুষের মঙ্গল শোভাযাত্রার অংশগ্রহণের অংশ হিসেবে সকলের জন্য মঙ্গল কামনায় বাংলা নববর্ষকে স্বাগত জানান প্রধান অতিথি।

মারমা সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠন ও বাঙালীরা উপস্থিত থেকে প্রচলিত রীতি অনুযায়ী অংশগ্রহণ ও উপভোগ করেন। প্রচলিত রীতি অনুযায়ী বৈসাবিতে পানি বর্ষণ করে পুরাতন বছরের দুঃখ গ্লানি মুছে ফেলে নতুন বছরকে আহবান জানানো হয়।

মঞ্চে স্থাপিত একটি নৌকায় পানি ভর্তি করে যুবক যুবতীরা একে অপরকে পানি ছিটিয়ে পরষ্পরকে পবিত্র করে নেয়, এভাবেই তারা পুরাতন বছরকে বিদায় জানায় এবং নতুন বছরকে স্বাগত জানায়। পরে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেন তারা।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]