• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

মহালছড়িতে জাতীয় শিশু দিবস পালিত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

মহালছড়িতে আজ ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আজকের কর্মসূচি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, উপজেলা প্রেসক্লাব, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলসহ প্রায় সরকারি বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রতিনিধিগণ এবং আলোর ফেরিওয়ালা সেচ্ছাসেবী সংগঠনসহ আনন্দ র‌্যালি নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় পালন করেছে।

উক্ত কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সকল শিক্ষার্থীদের রচনায়, চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]