• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ রবিবার সকাল সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: মো: ছাবের, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, জেল সুপার মো: জাবেদ মেহেদীসহ প্রমূখ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বাগত বক্তব্য ও মূল কনসেপ্ট উপস্থাপন করেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী ।

সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি ভিত্তি, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমিক ও স্মার্ট সোসাইটি সম্পর্কে মতবিনিময় করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসনের ও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের স্মার্ট সেবা চালু ও প্রকল্প গ্রহণের অনুরোধ জানান। 

সভায় বক্তারা স্মার্ট সেবা গ্রহণে জনগণ যাতে উদ্বুদ্ধ হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

মতবিনিময় সভায় বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির, জেলা সমবায় অফিসার আশীষ কুমার দাশ, এনএসআই সহকারী পরিচালক মো: রাশেদ, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, গুইমারা সেক্টরের পক্ষে মোহা: দেলোয়ার হোসাইন, সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা সমাজ সেবা সহকারী পরিচালক রোকেয়া বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ঊষানু চৌধুরী, জেলা পরিসংখ্যান উপপরিচালক (অ:দা) মো: রিয়াসাদ উদ্দিন, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী কলি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিনা চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা, খাগড়াছড়ি বিজ্ঞ পিপি বিধান কানুনগো, ৩২ বিজিবি খাগড়াছড়ির সহকারী পরিচালক মিজানুর রহমান, পরিচালক চেম্বার অব কমার্স সুদর্শন দত্ত সহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]