• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনীর পানছড়ি সাব জোনে রবিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার শনটিলা এলাকায় দিনব্যাপী এই সেবা প্রদান করা হয়।

খাগড়াছড়ি সদর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহিম ইব্রাহিম ও পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান উপস্থিত থেকে এ চিকিৎসা সেবা প্রদান করেন।

যোগাযোগ ব্যবস্থার কারণে শনটিলা ও আশপাশ এলাকার জনগণ বরাবরই ছিল চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের মাধ্যমে এ এলাকার বিভিন্ন সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবার পেয়েছে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ। এই সেবা পেয়ে উপস্থিত সকলের মুখেই হাসি ফুটেছে।

এসময় পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর জোবায়ের মাহমুদ উপস্থিত ছিলেন।

এই মহতী সেবা প্রদান করায় চিকিৎসা সেবা নিতে আসা সকলেই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]