• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

দীঘিনালায় হতদরিদ্রদের চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা ও রোগীদের মাঝে ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা।

আজ শনিবার সকালে (১১ মার্চ) দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন এর ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্পে ঠোঁট, তালু কাটা ও বার্ন ( আগুনে পোড়া) রোগীদের প্রাথমিক বাচাই ও সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন অধীনস্ত দীঘিনালা জোনের সেনা সদস্যরা। 

দীঘিনালা জোনের পক্ষ থেকে রোগী দেখেন জোনের আরএমও ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান। এসময় অর্ধশতাধিক সাধারন রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়। এছাড়া ঠোঁট কাটা দুই জন, তালু কাটা একজন ও বার্ন(আগুনে পোড়া) দুইজন রোগীকে প্রাথমিক ভাবে বাচাই করা হয়।

ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান জানান, দীঘিনালা জোনের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পাহাড়ি বাঙ্গালি সকল সম্প্রদায়ের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়ে থাকে। খাগড়াছড়ি রিজিয়নের তত্বাবধানে এবার এলাকার ঠোঁট কাটা, তালু কাটা ও বার্ন(আগুনে পোড়া) রোগীদের বাছাই করে অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]