• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

দীঘিনালায় সেনা অভিযানে অস্ত্র -গুলি ও সরঞ্জাম উদ্ধার

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও নানা সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। 

আজ শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার নয় মাইল এলাকায় অভিযান পরিচালনা করে এসব  অস্ত্র, গুলি ও নানা সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি। 

সূত্র জানায়, দীঘিনালার নয় মাইল এলাকায় মাইনী সেতুর সরঞ্জামাদি পরিবহনের সময় উপজাতি আঞ্চলিক সশস্ত্র একটি গ্রুপ মোটা অঙ্কের চাদা দাবি করছে এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন অধীনস্থ দীঘিনালা সেনা জোন। 

এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে উপজাতি আঞ্চলিক সশস্ত্র গ্রুপের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি বন্দুক, ১টি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১টি এ্যান্টেনা ও ২টি মোবাইলসহ সন্ত্রাসীদের ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনা সদস্যরা। 

অস্ত্র, গুলি ও নানা সরঞ্জাম উদ্ধারের সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী দীঘিনালা জোনের মেজর নাহিদ হাসান জানিয়েছেন, পাহাড়ে বসবাসকারী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে সেনাবাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]