• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

আন্তর্জাতিক দিবসে মহালছড়িতে শোভাযাত্রা ও আলোচনা সভা

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৮ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ মার্চ রোজ বুধবার বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ ভবন থেকে শুরু হয়ে উপজেলা টাউনহল প্রাঙ্গণে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ও লীন (LEAN) সহ স্থানীয় এনজিও সংস্থার যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা উন্নয়নমূলক নারী নেত্রী স্বপ্না চাকমার সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা বক্তব্য রাখেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা ও অন্যান্য এনজিও সংস্থার সিনিয়র কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পাড়ার নারীকর্মী উপস্থিত ছিলেন।
 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]