• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

গুইমারায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৮ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

পাহাড়ের সকল সম্প্রদায়ের অধিকার রক্ষায় নিবেদিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ির গুইমারা উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সকালে উপজেলার জালিয়াপাড়া চৌরাস্তার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির গুইমারা উপজেলা সভাপতি মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী  ‍মুজিবর রহমান।

এসময় সংগঠনটির মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম খান, মহিলা পরিষদের সভানেত্রী সালমা আহমেদ মৌ, খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, গুইমারা উপজেলার সাধারণ সম্পাদক রমজান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় বক্তারা অধিকার আদায়ে সকলকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ছায়াতলে আসার আহ্বান জানান। 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]