• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

পানছড়িতে নবীন বরণ, বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির পানছড়ি সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ, বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহন করেন জাতীয় অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান।

এসময় অন্যান্যদের মধ্যে ডক্টর সুধীন কুমার চাকমা, প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, ডাক্তার শহিদ তালুকদার, কমার্স ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অব.) সুদত্ত সেবক বড়ুয়া, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই গুণীজনদের বরণ ও সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষক সহকারি অধ্যাপক ধনবিকাশ চাকমা ও সুজিত চাকমা'র আগামী দিনগুলি সুস্বাস্থ্য কামনা করে বিদায়ী ক্র্যাচ ও উপহার তুলে দেন অতিথিরা। এছাড়াও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিকেল ৫ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]