• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

দীঘিনালায় গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

'শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন' প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে এবং দীঘিনালা সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায়  গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

৫ মার্চ (রোববার) সকাল ১০টায় উপজেলার দীঘিনালা ইউপি অধীনস্থ ডানে বানছড়া দিনমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে এ-মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করা হয়।

এসময় দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিস ইসলাম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় শান্তি বালা চাকমা (৬৫), অরগা চাকমা (৩৫), সুগতা প্রিয় চাকমা (৬০) সহ ভুক্তভোগী অনেকেই বাংলাদেশ সেনাবাহিনী কতৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন, চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]