• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

স্বাধীনতার মাসে মহালছড়িতে সেনাবাহিনীর অনন্য আয়োজন

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

প্রকৃতি ও গাছে গাছে ফাগুনের আগুন-রাঙা মার্চ বাংলার, বাঙালির স্বাধীনতার মাস। স্বাধীনতাকামী জাতির চলমান লড়াইয়ের চূড়ান্ত পর্ব সূচিত হয় ১৯৭১ সালের মার্চের উতপ্ত দিনগুলোতে। হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ শুরুর সাহসী স্মৃতি নিয়ে এসেছে মার্চ মাস।

আর এ মাসেই এবার পাহাড়ি জেলা খাগড়াছড়িতে এক অনন্য আয়োজন করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়য়নের আওতাধীন মহালছড়ি জোন। ‘এক দেশ, এক প্রাণ’ স্লোগানকে ধারণ করে মহান স্বাধীনতার মাস উপলক্ষে মহালছড়ি সেনা জোন আয়োজন করেছে “সম্প্রীতি কনসার্ট”র। 

আগামী ৩রা মার্চ শুক্রবার বিকেল ৪টায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৬ এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হবে এ সম্প্রীতি কনসার্ট। 

জানা গেছে, মহালছড়ি সেনা জোন ও মহালছড়ি উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কনসার্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ি রিজিয়ন। 

অনন্য এ আয়োজনে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে ও বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। 

উক্ত অনুষ্ঠানে সামরিক-বেসামরকি কর্মকর্তারা ছাড়াও পাহাড়ি এ জেলার বিশিষ্টজন, পাহাড়ি-বাঙ্গালি সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন দেশের অন্যতম কন্ঠশিল্পী হৃদয় খান। এর পাশাপাশি গান পরিবেশন করবেন পাহাড়ি জনগোষ্ঠীর বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী জলিপ্রু মারমা ও পায়েল ত্রিপুরা। এর বাইরে রয়েছে ব্যান্ড অরণ্য ও মহালছড়ি শিল্পকলা একাডেমীর বিশেষ পরিবেশনা। 

সূত্র জানায়, স্বাধীনতার মাসে পাহাড়ি-বাঙ্গালিসহ সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির নির্দর্শন হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে সেনাবাহিনী। 

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]