• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

খাগড়াছড়ি আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।

খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি নির্বাচনে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আশুতোষ চাকমা। তিনি ভোট পেয়েছেন ৪৩। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী অ্যাডভোকেট রতন কুমার দে পেয়েছেন ১১ ভোট। 

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বেদারুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৩২। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী অ্যাডভোকেট আরিফ উদ্দিন পেয়েছেন ২২ ভোট। ২৬ ফেব্রুয়ারি জেলা আইনজীবি সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোখলেছুর রহমান ভুঞা। তিনি পেয়েছেন ৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা পেয়েছেন ২৪ ভোট। অ্যাডভোকেট আশুতোষ চাকমা এই নিয়ে ৬ষ্ঠবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ সভাপতি পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ জামাল হোসেন সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জসিম উদ্দিন মজুমদার, পাঠাগার সম্পাদক পদে নুরুউল্ল্যাহ হিরু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সমাজসেবা ও জনকল্যাণ সম্পাদক মো: শাহিন হোসেন, সদস্য পদে গৌরি প্রভা, নজরুল ইসলাম সোহাগ ও উথিমং মারমা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]