• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক খাগড়াছড়ি

জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী কল্যাণ সংঘ’র প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) বিকাল ৫টার দিকে জেলা শহরের শালবন এলাকার জেলা কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রাঙ্গণে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান।

শীতবস্ত্র বিতরণকালে অতিথি বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের সম্পদ। যাদেরকে আমরা এতোদিন প্রতিবন্ধী মনে করে দূরে ঠেলে রাখতাম, যাদেরকে আমরা মনে করতাম এরা পরিবারের জন্য বোঝা। কিন্তু এখন তারা আর সমাজের বোঝা নয়। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। 

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলজম, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]