• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানিতে ডুবে নুসরাত জাহান নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে মাটিরাঙ্গা উপজেলার গোমতী নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। মৃত নুসরাত জাহান ঢাকার মিরপুর-১৪ এর মো. কাউসার আলমের মেয়ে। ঢাকা থেকে মাটিরাঙ্গার বেলছড়িতে মামার বাড়ি বেড়াতে এসেছিলো নুসরাত।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সকালে নুসরাত সহ ৫ জন সহপাঠী মিলে নদীতে গোসল করতে নামে। এরমধ্যে নুসরাতসহ ২ জন পানিতে ডুবে যায়। বাকী সহপাঠীদের চিৎকার শুনে আশপাশের লোকজন পানিতে নেমে প্রথমে একজনকে জীবিত উদ্ধার করেন। এরিমধ্যে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীদের জানানো হলে তারাও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে উদ্ধার কাজে যোগ দেয়। এক ঘন্টা চেষ্টার পর নুসরাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে, স্থানীয় লোকজনের সহযোগীতায় নিখোঁজ নুসরাত জাহানকে ১ ঘন্টা পর উদ্ধার করা হয়। 

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]