• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ চাঁদাবাজ আটক

দৈনিক খাগড়াছড়ি

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

 

খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর এক চাঁদাবাজকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। 

৩রা জুলাই বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের গিরিফুল এলাকায় অভিযান পরিচালনা করে ইউপিডিএফ চাঁদাবাজ অমর জ্যোতি দেওয়ান (৪৮)কে আটক করতে সক্ষম হয় সেনা সদস্যরা।

সূত্র জানায়, গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পারে উক্ত রাতে ইউপিডিএফ এর ৪-৫ জন চাঁদাবাজ অস্ত্রসহ ওই এলাকায় রাত্রিযাপন করছে। সন্ত্রাসীদের আধিপত্য ধ্বংস করতে খাগড়াছড়ি জোন কর্তৃক এই বিশেষ অপারেশনটি পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনী উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও অমর জ্যোতি দেওয়ানকে আটক করা হয়। এসময় উক্ত চাঁদাবাজ সন্ত্রাসীকে তল্লাশি করে ১ টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড এ্যামোনিশন, ১ টি দেশীয় দা, চাঁদা আদায়ের ব্যবহৃত মোবাইল ফোন, চাঁদা আদায়ের রশিদ বই এবং নগদ ৩হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, পরবর্তীতে তল্লাশি অভিযান শেষে উক্ত সন্ত্রাসীকে খাগড়াছড়ি জোনে নিয়ে আসা হয় এবং তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]