রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২১ ১৪৩১
|| ০১ রবিউস সানি ১৪৪৬
দৈনিক খাগড়াছড়ি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪
ছবি: দৈনিক খাগড়াছড়ি।
পানছড়ি থানা সংলগ্ন প্রধান সড়কের পাশের পুরাতন কোর্ট বিল্ডিংয়ে এখন শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন পানছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী ভবন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।
পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম. এ. বাশার। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পানছড়ি থানার ওসি মো. জসীম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, জামায়াতে ইসলামি পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. নুরুজ্জামান।
পানছড়ি প্রেস ক্লাবের চমৎকার এই আয়োজন ও মহতী উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। এলাকার মাদক, চোরাচালানসহ বিভিন্ন দুর্নীতি নিয়ে মুক্ত মনে কাজ করতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকবেন বলে অতিথিরা জানান।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখে পাঠাতে পারেন আমাদের। এছাড়া যেকোনো সংবাদ বা অভিযোগ লিখে পাঠান এই ইমেইলেঃ [email protected]
দৈনিক খাগড়াছড়ি Dainik Khagrachari
সর্বশেষ
জনপ্রিয়